প্রেমের জগৎ ভিন্ন জগৎ নেশায় ভরপুর
              সাকির প্রেমের তপ্ত জ্বালা কী যে গো মধুর!
আড়ালে আড়ালে থাকেন আমার প্রাণের সাকি
          তবুও তার নিকটেই থাকি শুধু দিদারের বাকি।

রাখেন আমায় তিনি সদা তার মায়া, আদরে
      ঢেকে রাখেন আমাকে প্রিয় ভালোবাসার চাদরে।
হাসি খেলি কথা বলি আমি সকাল দুপুর
     তোমায় নিয়ে আমার খুশির বাজে প্রাণে ওই সুর।

রুমী, জামী, তাবরেযীদের এই জগৎ ভিন্ন
                প্রেমের এই বিরাট দরিয়া সংকীর্ণতা শুন্য।
এই জগৎ এ এসেছে যেজন ফিরে না আর যায়
             সারাক্ষণ ডুবে থাকে সে নেশা আর নেশায়।

মাওলা প্রেমের নেশা বন্ধু ভীষণ সিরিয়াস
                দ্বীনের উপর চলতে পারা তারই পূর্বাভাস।
চলো হে প্রেমিক দল এই প্রেম জগতে আসি
       মহান আল্লাহ মহান মালিক তাকেই ভালোবাসি।

সব মজা হার মেনে যায় মাওলা প্রেমের কাছে
           দো-জাহানে খুশি মেলে মাওলার খুশির নিচে।
প্রেমিক কূলে পায় এখানে ভালোবাসা দরদ
                 চলো আমরা ডুবি যেথায় নেশাময় জগৎ।

একা নয় চলা হাতটা ধরে কোন আউলিয়ার
              জ্বলছে যেজন অহর্নিশি প্রেমেতে মাওলার।
শিক্ষা নিয়ে ভালোবাসার নিবিড় বন্ধন গড়ো
         আনুগত্যের আগুন দিয়ে নফসকে তুমি মারো।

নফস ত্যাগিয়া মাওলা প্রেমের একেক মুহূর্তে
              স্বর্গ সুখ মিলবে দেখো বন্ধু! এ ধরায় চিত্তে।
সাদা-কালো জীবন তোমার হয়ে যাবে রঙিন
               প্রেমের তরে জ্বলে-পুড়ে উৎসর্গিত যেদিন।


তারিখঃ ০২/০৯/২০২০ইং
বিকালঃ ৩:৩০ মিনিট
কুলিয়ারভিটা মাদ্রাসা।