আজ না হয় কাল তুমি বুঝবে সেদিন বুঝবে-
ভালো হওয়ার পথটি তুমি হন্য হয়ে খুঁজবে।
সেদিন থাকবে না মধু মৌ-বনে
হারাবে উত্তাপ যৌবনে।
জীবন হবে ধুধু মরুভূমি
চাতকের মত চাইবে তুমি।
সেই প্রাণবন্ত হাসি তোমার ওষ্ঠ পরে ঘুচবে।।
বেলা গড়িয়ে সন্ধ্যা নামবে তোমার জীবনের
ধস নামবে অতি শীগ্র তোমার দেহ ভবনের।
চোখের পাতায় ঝাপসা দেখবে
দেহের ভর লাঠিতে রাখবে।
কালো চুলের শুভ্র বরণ
যোয়ানী সব হবে হরণ।
তোমার দেহের ভাঁজে ভাঁজে বার্ধক্য প্রকাশিবে।।
ছোটরা ডাকবে বুড়ো বলবে সবাই ওগো দাদা।
দাঁড়ি ধরে নাতিরাই বলবে কেমনে হলো সাদা?
মুক্তার ন্যায় দাঁতগুলো
নড়েচড়ে হবে এলোমেলো।
ডায়াবেটিস ও বাতের ব্যথা
তখন উহ্ আহ্ করবে তথা।
চলন গতি থামবে তোমার দুঃখের অশ্রু মুছবে।।
সেদিন ভালো-ও তোমায় বাসবে না আর কেউ
ঘরে কি কাজ ঐ মসজিদে যাও বলবে যে বউ।
এখনো তো বেলা আছে
ক্ষমা চেয়ে নাও প্রভুর কাছে।
বেশিদিন আর জীবন নাই,
পুণ্য পাথেয় দরকার তাই।
এসো হে ভালো কাজে, আর কতদিন বাঁচবে??
তারিখঃ ১৭/০৭/২০২২ইং
রাতঃ ০৯:০৮ মিনিট,
আলীপুর, ফরিদপুর।