আল্লাহ তুমি মাফ করে দাও সকল অপরাধ
কাটিয়ে দাও এই সময়ের ক্লান্তি, অবসাদ ।
তুমি বাঁচাও তুমি মারো, তুমিই তো দাও ঠাঁই
তুমি ছাড়া আজ আমাদের কূলকিনারা নাই ।
এ-দেশ জুড়ে সবার মনে করছে হাহাকার
ভাসছে মানুষ, পশুপাখি হায়রে জলাধার ।
বোনে বলছে ভাইরে আমায় একটু ডাঙায় তোল
কাঁদছে মা'য়ে এইতো বুঝি শুন্য হলো কোল !
পানির তলায় ডুবছে হায়রে আমার টিনের চাল
ঢলের পানি চোখের পানি কি আজিব এক হাল ।
কেমনে সইবো এই যন্ত্রণা করুণ আর্তনাদ
কেমনে করি এ দূর্দশার সুষ্ঠ অনুবাদ ।
তুমিই পারো রক্ষা করতে, ওগো দয়াময়
তোমার হাতেই বেঁচে থাকার আছে নিরাময় ।
যেমনি নূহের প্লাবন থামতে হুকুম করলে রব
তেমনি আমার ঢলও থামাও, জানি পারো সব ।
তারিখ: ২৩/০৪/২০২৪ইং
বিকাল: ০৩:৪৫ মিনিট।