“খোদাকে ডাকতে এসে তোমার সাথে সাক্ষাৎ ।খোদাকে ডাকা হলো না, শুধু তোমার প্রেমে পড়ে ।
এমতাবস্থায় তুমি লাথি মেরে ফেলে দিলে গোরস্থানে” !
হায় রে দুনিয়া ক্লোজ
তসবির দানা হারালাম সব তোমারে গুনিয়া রোজ।
এদিকে ডাকিয়া কর্ণকুহরে মৃত্যু আসিয়া কহে,
সঞ্চিত এই দুনিয়ার ধন তোর তো এসব নহে।
কামাই করছ দুনিয়ায় ধন আঁচল ভরিয়া দিছে
রিক্ত হস্তে মিসকিন আজি চলছে মাটির নিচে।
তারিখঃ ২৬/০১/২০২৩ইং