মানুষ তোমার এই জীবনটা
ভীষণ তুচ্ছতর
যদি না জীবন আনুগত্যের
ছাঁচে তুমি আজ গড় ।
পাখির কন্ঠে ফেরাউন শোনে
নিছক সুরের গান
ওদের কন্ঠে মুসা খুঁজে পায়
স্রষ্টার আহবান ।
নাফরমানরা ফুলের অঙ্গে
শুঁকছে শুধুই ঘ্রাণ
সব আরেফিন ফুলের গন্ধে
শুঁকছে যে রহমান ।