আমাকে ঘৃণা করতে চাইলে,
উদ্দেশ্যে অনড় থেকো ।
একটু ভুলে গেলে আবার প্রেমে পড়ে যাবে ।

শোনো, ঘৃণা দিয়ে শুরু হলেও
ভালোবাসা দিয়ে হয় ঘটনার ইতিবৃত্ত
যুগে যুগে ঘটে যাওয়া বাস্তবতা অনেকটাই এমন ।

তাহলে ঘৃণাই আমার প্রাপ্তি প্রিয়?