আকাশ জমিন সৃষ্টি করলো
কোন সে কারিগর
অহর্নিশি খোঁজে এ-মন
কোথায় তাঁহার ঘর!
বিশাল আকাশ কী সুদৃঢ়
একদম খুঁটি হীন
তাঁর মহিমা চাক্ষুষ দেখি;
প্রতি রাত্রিদিন ।
রোজ বিহানে রাঙা রবি
উঠে পূবের দিক
এক নিয়ন্ত্রার নিয়ন্ত্রণে,
উদয়-অস্ত ঠিক।
ভোরের পাখি গাইতে থাকে
মধুর সুরের গান
মুচকি হেসে পুষ্প ফোটে
ছড়ায় মিষ্টি ঘ্রাণ।
দুই নয়নে যাহাই দেখি
তাঁর কুদরতি শান
সবার মাঝেই গোপন তিনি
পরম মেহেরবান।