মাওলা তোমার মহব্বতের
আগুন জ্বলছে বুকে
জ্বলছি আমি অহর্নিশি,
জ্বলেই আছি সুখে ।

ভয় লাগে হায় প্রেমের আগুন
কখনো না নিভে
নিভলে আগুন রুমির ছোঁয়ায়
ফের্ জ্বালিয়ে দিবে ।

জ্বললে দেখি গগন জুড়ে
তোমার নূরের তাঁরা
গোপন আঁখি দেখে আমার
নূরের স্রোতধারা ।

প্রেমিকগনের দেখাশোনার
রয় যে ভিন্নধারা
পাপে ডুবে সম্ভব নয় তো
এই ভেদ বুঝতে পারা ।

নমরুদ দেখে ওই সূদুরে
এক সুবিশাল আকাশ
প্রেমিক দেখে ওই আকাশে
জালওয়ারই প্রকাশ ।