দেখো আমার চোখ চাহুনি
দেখো শুধুই দেহ
তবে আমার মন জগতের
খবর লও না কেহ।
কৃত্রিম হাসি দেখেই মনে
ভাবো সুখী সারাক্ষণে
একটু প্রেমের আলো বিহীন
আঁধার মম গেহ।।
এক শুন্যতায় জীবন শুন্য
রিক্ত হস্তের থলি
অন্ধকারেই ডুবছে হরদম
আমার হৃদয় গলি।
কখন যেন এসে তুমি
আলো করবে প্রাণের ভূমি,
অপেক্ষা শেষ করে দিও
একটু একটু লেহ।।
এই জীবনের জন্য ভীষণ
চাহি প্রেমের আলো
যেই আলোতে দূর করিবে
অমানিশার কালো।
প্রিয়জনের আঁচল তলে
সুখ মেলে হায় প্রতি পলে
হোক না জীবন উচ্ছ্বসিত
পেয়ে গোপন স্নেহ।।
তারিখঃ ১৯/১২/২০২২ইং
রাতঃ ০২:৫৬ মিনিট।