সাময়িক ব্যস্ততা তোমাকে ভোলাতে পারে নি।
শুধু আগের মতো বার্তা দিতে পারি নি হয়তো।
কিন্তু, তোমাকে ভালোবেসেছি আগের মতোই
নিয়ম করে।

কথাগুলো জমা করে রেখেছি বুক পকেটে
কোন এক সাক্ষাতে হাসিমুখে তুলে দিবো
না বলা সেই কথার টেপরেকর্ডার। তুমি শুনিও!
তোমাকে নিয়মিত ভালোবেসে যত কথা।

~আরিফ সরদার
০৩/০২/২০২৩ইং