রমজান এলো জামাইকে বউ ডেকে ডেকে বলে
শশুর বাড়ির ইফতারি খাও প্রতি রমজান এলে।
সেদিন এসে ভাইয়ে আমার ইফতার গেল দিয়ে
ঈদের পরে আবার দাওয়াত খাবে সবাই গিয়ে।
তুমি হলে আমার বাপের বংশের বড় জামাই
গোষ্ঠীর সবাই জানে তোমার অনেক মোটা কামাই।
বড় অফিসার এটা জেনে দিলো আমার বিয়ে
এখন দেখছি সংসার করি কিপটে জামাই নিয়ে।
স্বামী বলে কি বলতে চাও ভালো করে বলো
বাপের বাড়ি ইফতার দিবো জলদি বাজার চলো।
বউয়ের ইশারায় চটপট সেই বাজার করতে হাঁটা
চলতে থাকে সদাই করতে ফুটুক পথের কাঁটা।
শশুর বাড়ি ইফতার দিবে সদাই কেনা সব শেষ
বাড়ি গেলে ব্যাগ দেখে বউ খুশি হলো আজ বেশ।
আসর আজান হওয়ার আগেই রান্নাবাড়া সাড়া
বউয়ের খুশি রান্নাঘরে আজকে ভীষণ তাড়া।
ঝটপট করে গুছায় দিলো বউ যে টিফিনবক্সে
ওগো স্বামী দিয়ে আসো এসব আজ রিলাক্সে।
যাওয়ার সময় আঙুর, মালটা নিবে অনেক করে
মিষ্টি আর দই সাথে হালিম নিও প্যাকেট ভরে।
স্বামী বলে শোনো তুমি জলদি একটা কথা
ঘরের কোনায় জান্নাত আছে খেয়াল রেখো তথা।
শুনে বউ বিস্মিত হয়ে স্বামীর নিকট পুছে
বললো স্বামী বউকে এবার চোখের পানি মুছে।
মহা নবী জান্নাত বলছে জনম দুখী মাকে
খুলে দেখো লেখা আছে নবীর হাদিস পাকে।
গতকালই শুনলাম বয়ান ইমাম সাবের কাছে
প্রভুর খুশি মায়ের খুশির মাঝেই গুপ্ত আছে।
আত্মীয়-স্বজনের সঙ্গে যেই সুন্দর ব্যবহার
মহান আল্লাহ্ ফরজ করছে খেদমত-ও মা-বাবার।
শশুর বাড়ি নিয়ে যাবে অনেক পোটলা ভরে
আগে তোমার মা-বাবা ফের আর বাকিসব পরে।
তারিখঃ ১৬/০৮/২০২২ইং
দুপুরঃ ০১:৫৫ মিনিট।