দিলেন সুকুন পাই খুঁজে রোজ তোমার কদম তলে
কী প্রশান্তির নহর বইছে সালাতের অঞ্চলে !
সবকিছু ভুলে সালাতে আমার ডোবে যখন এ-মন
শুনি, হামিদানি মাজ্জাদানির মধুময় আলাপন ।
শরীর ঝুঁকাই তোমার সামনে হই আমি অবনত
কেমন দৃশ্য দেখো গো মাওলা তোমার বাধ্যগত ।
অহংকারের পাহাড় চূর্ণি লুটাই সেজদা পুরে
আমার হৃদয় সজ্জিত হয় আপনাকে ভেঙেচুরে ।
ফকির সেজেছি প্রিয় দরবারে তুলেছি রিক্ত হাত
ভেঙে দাও সব এই জীবনের ধিকৃত অজুহাত ।
শরীরের ওজু আত্মার ওজু চাই সব পূর্ণতা
তাকওয়া রঙে দিলটা সাজাও দাও গো প্রেমের ব্যথা ।
এমনই মজা তোমার সামনে রেখেছ জায়নামাজে
এমন মজা তো পাই না কখনো ভিন্ন রকম কাজে ।
তুমি আর আমি খুব কাছাকাছি যখন সালাত পড়ি
চোখে তো দেখি না তবুও তোমায় খুব অনুভব করি ।