সবাই ভালো আছে দেখি
মানুষ ভালো নেই
মানুষকে শেষ করলো এবার
অহং, হিংসাতেই ।

মানুষ হয়ে ধরলো মানুষ
পশুর আচরণ
তাই তো করে মানুষ ঘিরে
দুঃখ বিচরণ ।