ফুলের মাঝে সকাল-সাঝে
কি রূপ আমি দেখি
জালওয়াময় ওর দেহের গড়ন
বিমুগ্ধ হই একি!
ফুলের প্রতি পাপড়ি জুড়ে
এত্তো বেশি শোভা
দেখতে থাকে প্রেমী নয়ন
রূপ কি মনোলোভা!
ঘ্রাণে-গন্ধে হৃদয় ব্যাকুল
হয়ে উঠি কবি
কাব্য কথায় লিখতে থাকি
ফুলের দৃশ্য ছবি।
ফুলের প্রেমে হাজার কবি
লিখে হাজার ছন্দ
ছড়িয়ে দেয় দিগ-দিগন্তে
ফুলের অটুট গন্ধ।
গোলাপ, জবা, হাসনাহেনা,
টগর, শিউলি, বেলী
প্রজাপতি হয়ে মন চায়
ফুলের সাথে খেলি।