ভালোবাসায় একটু কষ্ট খানিকটা অভিমান
সম্পর্ককে আরো মধুময় করে তোলে,
আরো অধিকতর মায়া বাড়ায়
হৃদয়ের টান অনুভব হয় প্রেয়সীর তরে;
তবে সাথে সাথে একটু সান্ত্বনা চাই,
রাগ ভাঙানোর গল্প শুনতে চাই!
প্লিজ! তুমি রাগ করছো?
কেন আমি রাগাবো না তো তোমায় রাগাবে?
কিন্তু তা নয় তুমি ঘাপটি মেরে বসে আছো
আড়ালে চলে গেলে, বুঝেছ কিনা জানিনা
একটু দেখলেও না!
আমার আঁখিদ্বয়ে কালো মেঘের বারিপুঞ্জ জমাটবদ্ধ
বরফের ন্যায় গলে গলে ভিজিয়ে দিচ্ছে বক্ষ!
তুমি কী ভালোবাসার প্রমাণ দিচ্ছো এভাবেই?
বলবে নাতো!
তোমার চুপটি করে থাকা;
আমার স্নিগ্ধ প্রভাতে প্রখর রোদ্দুর-
ছায়াহীন হয়ে যায় সকল বৃক্ষরাজি!
ঠাণ্ডা-মিষ্টি বাতাসেও যেন আগুনের ফুলকি
এসে আমার গায়ে লাগছে।
তোমার রাগের দৃষ্টিতে অভিমানী দীর্ঘশ্বাস
প্রতিনিয়ত প্রতিবার আমাকে ঝলসে দেয়,
একেবারে ছাই করে দেয়;
যার ধোঁয়াটুকু বাকি থেকে যায়।
তবে একটি কবিতা যা তোমার জন্য
বলেছিলাম সত্যি ভালোবাসি ভালোবাসবো।
এ জন্যই বলছি ওগো অগ্নিময়!
জ্বালাও অনলে যতই তুমি তবুও তোমাকে চাই।
তারিখঃ ১১/০৬/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:১৮ মিনিট।