মরে গিয়েছি কবেই আমি হেমন্তের পাতা ঝরার কালে ।
মরেছি চৈত্রের মাঠে পোড়া দূর্বাঘাসের ন্যায় আরো একবার ।
অবশেষে,
বসন্তের খোলস জড়িয়ে তুমি এলে প্রকৃতি জুড়ে
ফুল হয়ে, পাখি হয়ে হৃদয়কাড়া পরিবেশ, মনোমুগ্ধকর !
দীর্ঘ শৈশব পার করে বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে গেলেও..
বনিকেরা ভিড়লো না ঘাটে।