মানুষ তুমি ভাবছো মনে অনেক সময় আছে
জীবন হরদম পৌঁছে যাচ্ছে কঠিন মৃত্যুর কাছে।
থাকতে সময় হও হুশিয়ার কখন জীবন যাবে
আফসোস করে কাজ হবে না ফিরে না আর পাবে।
জেনে রেখো এই জীবনের সময় অতুল দামী
আগেভাগে কুড়িয়ে নাও ক্ষমা দিবেন স্বামী।
ডাকলে তোমায় ভালো কাজে দেখাও সব বাহানা
খারাপ কাজে ডুবে তারপর খুশিতে আটখানা।
তুমি তো জানোয়ার নয় গো, সৃষ্টির সেরা মানুষ
সর্ব কাজেই রাখা দরকার মনুষ্যত্বের জৌলুষ।
মানুষ হওয়ার জন্য চাওয়া সর্ব সুন্দর সব গুণ
মানুষ সে হয় মিষ্টভাষী চরিত্র তার নিপুণ।
স্রষ্টা-প্রীতি জীবন জুড়ে ফোঁটায় রাখেন যেজন
উভয় কূলে আলোর ছটা পেয়ে যাবেন সেজন।
মুক্ত নয় স্বাধীনও নয়তো ওগো মানুষ তুমি
স্রষ্টা বলেন! মরণ সুতোয় বেঁধে রাখছি আমি।
যতটা দিনক্ষণ যায় তোমার ততোই সন্ধ্যা নামে
বুঝে নাও বেশিদিন নয়তো থাকবে ধরাধামে।
মানুষ তুমি পৃথিবীতে মানুষ হয়েই বাঁচো
স্রষ্টার আরাধনায় তুমি সুন্দর জীবন যাচো।
জীবন তোমার ক্ষয়িষ্ণু তাই জলদি তৈরি হয়ে
আলোকিত জীবন হলে খুশি দয়াময়ে।
পরজীবন সুখের হবে থাকলে পুণ্যের আলো
দো-জাহানই তোমার জন্য অনেক অনেক ভালো।
তারিখঃ ০৪/০৮/২০২২ইং
সকালঃ ১০:১৪ মিনিট।