সত্য পথটায় ক্লান্তি বটে মিথ্যাতে নাই সুখ
সত্যেই মুক্তি মিথ্যা করে শাস্তির সম্মুখ।
মিথ্যা আনে ধরার বুকে অমানিশার কালো
সত্য ফোঁটায় দিগ-দিগন্তে পরিস্ফুটিত আলো।
সততা আর সদাচারে মনুষ্যত্ব হয় গুনী
মর্যাদাবোধ ও আত্মতুষ্টি থাকলে সে হয় ধনী।
কালো-সাদা মানুষের মাঝে ভেদাভেদ রয়না
যত্ন করে করলে ফর্সা আপন মনেরই আয়না।
নিন্দুকেরই ভূষণ নিয়ে যারা করে যায় নিন্দা
উপরটা সুন্দর হলেও ভিতরটা খুব মন্দা।
ধোঁকাবাজি চালবাজি সব ধ্বংসাত্মক লক্ষণ
মানুষের কু‘নজর কেড়ে বেড়ায় সারাক্ষণ।
ত্রস্ত্র করে সুখের আবাস বিস্বাদ তুফানে
অটুট বন্ধন ঘুন ধরে যায় পারস্পরিক মনে।
অনৈক্য থাকতে দেখছি চতুষ্পদের মাঝে
মানুষ নামের প্রাণীগুলো বিভোর আজ সে কাজে!
তারিখঃ ২৮/০৩/২০২২ইং
বিকালঃ ০৫:৪০ মিনিট,
গোসাইদিয়া, সদর, মাদারীপুর।