(০১)আমি মিশে যাবো

এক শান্ত বিকেলে আসবো
ছদ্মবেশে তোমার আঙিনায়,
হিমেল বাতাসের বেগে
তোমাকে খুব কাছের থেকে ছুঁতে!
কেউ চিনবে না সেদিন
তোমার বেলকনিতে;
তোমার হাতে সেই কবির কলম,
মাথায় অনুভূতির প্রতিচ্ছবি পূর্ণ
এক সু-বিশাল আকাশ।
যেখানে স্বপ্নরা
নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করছে,
তুমি আমায় নিয়ে তখন কবিতা লিখবে।
আমি মিশে যাবো,
কলমের কালি হয়ে সাদা ডাইরির পাতায়।

তারিখঃ ১৩/০৫/২০২২ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০২)নিশির চিরকুট

ওগো প্রিয়!
তোমাকে এতবেশী ভালোবেসে ফেলেছি,
আমি নিজেও বুঝতে পারিনি!
মনের অজান্তেই এক পাহাড় ভালোবাসা
জমে গেছে এই হৃদয় জমিনে।
যা কোন ভাষায় প্রকাশ করার যোগ্যতা আমার নেই।
তুমি বললেই শুধু বুঝবে না,
তবুও একটু বোঝার চেষ্টা করো আমাকে।
একটু আঁখিপাত করো তুমি বুঝতে পারবে।
আমি জানি তোমার দর্পণের মতো সচ্ছ একটি মন আছে।
আমাকে বোঝার চেষ্টা করো,
তুমি নিশ্চয়ই বুঝবে তোমার উপরে মেঘ হয়ে উড়ি,
একটি আশা বৃষ্টি হয়ে তোমার গা ছুঁবো বলে!

তারিখঃ ২৮/০৫/২০২২ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৩)বিচ্ছেদের বিষ

আমার এই হৃদয়ের জমিটুকু তোমার নামে লিখে দিলাম,
ভালোবাসা দিয়ে আবাদ করে রেখো!
অনুরোধ প্রিয়!
কখনো যেন বিচ্ছেদের বিষ না লাগে,
বিচ্ছেদের বিষ এমনই এক ক্রিয়াশীল হৃদয় পোড়াতে,
তুমি এটা তো জানবে!
পোড়া জমিতে হয়তো আর ভালোবাসার চাষাবাদ হবে না।

তারিখঃ ১৯/০৬/২০২২ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৪)শুন্যতা

ওগো প্রিয়!
তুমি ঘুমিয়ে পড়লে আমাকে নির্ঘুম রেখে?
কত কষ্ট হচ্ছে এখন তুমি কীভাবে বুঝবে ঘুমিয়ে থেকে।
বুকের মাঝে অসহনীয় জ্বালা করছে,
কেন বলতে পারবো না।
কিন্তু,
এভাবে না বলে ঘুমিয়ে পরছো পরপর দুই রাত।
যে কয় রাত গুড নাইট বলেছিলে
সে রাত ক'টা আসলেই গুড ছিল,
আজ “গুড নাইট" বললে না!
আজকের রাত টা আমার জন্য দারুন কষ্টের।
এমন কষ্টের অনুভূতি জীবনেও হয় নাই।
আজ যেমনটা হচ্ছে।
বুকের ভিতরটা বড্ড খালি খালি লাগছে।
তোমার “গুড নাইট" না শোনার শুন্যতায় হৃদয়টা হাহাকার করছে।
তুমি আরামে ঘুমাও আমি না হয় জেগে থাকি তোমার ভাবনায়।

তারিখঃ ২৭/০৫/২০২২ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৫)অশ্রুসিক্ত আঁখিদ্বয়

একটা ডানাহীন পাখি উড়ার চেষ্টায় আছে!
পৌঁছাতে চায় তার ভালোবাসার নীড়ে,
একা একা ভালো লাগে না
কেবলই হাহাকার করে,
প্রিয়জনের শূন্যতায় চারিদিকের গাঢ় সবুজ অরণ্য
ধূসর বিষন্নময় লাগে।
ভগ্ন হৃদয়ে অপেক্ষমাণ তার অশ্রুসিক্ত আঁখিদ্বয়!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৬)অনুভবে নিকটে

তোমাকে দূরে মনে হয় না,
কিন্তু যখন পথের কথা ভাবি
তখনো মনে এইতো কতই না কাছে,
কিন্তু মানুষের বানানো কালো পিচঢালা রাস্তা
আর পাশে নির্মিত হলুদ কালো অক্ষরে লেখা
মাইলফলক দেখে বুঝতে পারি,
আর আমার অনুধাবন হয় প্রিয়
তুমি আমার দূরে আছো,
কিন্তু আমি অনুভব করি সবসময় আমার বুকের বাঁ পাশে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৭)স্বপ্নীল স্বর্গোদ্যান

সেই হারানো স্বপ্নীল আকাশ
কে পারো ফিরিয়ে দিতে?
সেই মুক্ত বিকেলে দিগন্ত জুড়ে
গোধুলির আবিরে নিজেকে রাঙাতে।

লক্ষহীন মুক্ত আকাশে উরন্ত পাখির মতো
ডানা মেলে নীলিমার সীমানা পেড়িয়ে!
মরুভূমিতে স্বর্গোদ্যান বানানোর স্বপ্ন নিয়ে
আঙুলের অগ্রভাগে নকশা এঁকেছি ধুধু বালুময় প্রান্তরে।

নদীর অন্তরে কাশফুলে ভরা সেই তীর
সোভার আলিঙ্গনে প্রেমময় নয়নে ভূস্বর্গ কাশ্মীর
আমি স্বপ্ন দেখতে শিখেছি সেই কিশোর বয়স হতে
আমি স্বপ্ন নির্মাণ করি নির্ঘুমে চন্দ্রিমা আলোর রাতে।

তারিখঃ ২২/০২/২০২২ইং
ঢাকা-মানিকগঞ্জ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৮)শীতলকারীণী

আ'হা আমার পাখিটা কি মিষ্টি!
কি মধুময় তার স্পর্শ!
শিহরিত হয় হৃদয় মন!
সুদূরে চাঁদটাও হেসে ওঠে,
আকাশটা মেঘের ঘন কালো থাবা থেকে বের হয়ে আসে।
সাগরের উত্তাল তরঙ্গমালা নেচে ওঠে,
ফুল-পাখিরা অস্থির হয়ে যায়
বাঁশির সুর মধুময় লাগে তখন ।
আমি হারিয়ে যাই অজানা অচেনা দিগন্তে
স্বপ্নীল ডানা মেলে!
যখন পাখিটি গান গাইতে থাকে আমার আশেপাশে,
আবেগ অনুভূতির দ্বার নাড়া দেয়!
নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়
ভালোবাসার আগ্রহ তৈরি করে,
আমরণ তার মাঝেই নিজেকে হারাতে মনে চায়।
সেই আমার প্রেয়সী!
ভালোলাগা সেই সুগন্ধিময় ফুল,
আমার ভালোবাসার সুচনা,
আমার কল্পনার সুবিশাল আকাশ!
আমার মরুভূমির চলার পথে তৃষ্ণায় ক্লান্তিতে প্রাণ শীতলকারীণী!

তারিখঃ ১৪/০৫/২০২২ইং
রাতঃ ১২:১৫ মিনিট।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৯)আর্তনাদের জলন্ত আগুন

আমি তোমাকে তেমনই ভাবে ভালোবাসতে পারিনি যেমন তুমি চাও।
আমি ব্যার্থ!
আমি দূর্বল!
এটি তোমার ধারণা।
আমি গভীর রাত অব্দি চেয়ে থাকি ঘুমাই না।
তাহলে তুমিই বলো আমার সেই নির্ঘুম রাতে কে থাকে আমার ভাবনার শহর জুড়ে!
তুমি কি বলবে সেটা আমার জানা আছে-
তুমি বলবে আমার কথা! ঠিক?
আমি ভালোবেসে ক্লান্ত হই না,
তোমাকে ক্লান্তি দূরকারিণী ভেবে,
আমি কখনো তৃষ্ণার্ত হইনি,
তোমাকে জল পানকারীণী ভেবে।
কিন্তু তুমিই যদি আমার ক্লান্তি বাড়িয়ে দাও, তো কে আমায় শান্ত করবে?
বলো!
আমি মনটা পাথরের ন্যায় মোটেও না-
যেখানে ভালোবাসার প্রবল বর্ষণে সেখানে ফুল ফুটবে।
আমার হৃদয়টা নরম কচি ঘাসে জড়ানো মাঠের মত,
যেখানে হালকা বৃষ্টিপাতে সবুজ ঘাস গজায়।
তার সাথে সাথে বুনো ফুলেরা মুচকি হাসির দ্যুতি ছড়িয়ে দেয়।
কিন্তু আমি কি পারলাম না এমন হতে!
আমার প্রাণে সুপ্ত ফুলের কলি তোমার স্নিগ্ধ দৃষ্টি পেয়েই ফুটে উঠছিল সেদিন।
আজ তোমার দৃষ্টি সরে গেছে অন্য কোথাও।
আজ প্রাণের গহীনে আর্তনাদে জ্বলন্ত আগুন জ্বলছে।
বারবার বলতে চায়-
বিস্বাদময় জীবন নিয়ে নাও
আমায় সুখময় মৃত্যু দানে!

তারিখঃ ২১/০৬/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৪৪ মিনিট।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(১০) রাতজাগা পাখি

এই রাতজাগা পাখিটার কী ঘুম নেই
সবাই আপন নীড়ে নিস্তব্ধ,
যেমন নিস্তব্ধ নিশির নিঝুম নিরবতা।
পাখিটার চোখের দিকে তাকিয়ে বুঝিনি
কিসের শুন্যতায়! ওর রাত্রি অতিক্রান্ত হয়।