ঈদ গেল তাও আছে ছুটি
আর কয়েকটি দিন
চায়না মনে থাকতে এথা
চলছে যে দুর্দিন।
ঝামেলা বিপাক সমাজে
চোরা দল ঝটপট
আসন্ন বিপদের আগেই
লুকায় যে চটপট।
শান্তশিষ্ট লাগছে তাইতো
সমাজ পরিবেশ
মনটা যেন ছুঁয়েই গেছে
মিষ্টতার আবেশ।
এমন সুন্দর সুষ্ঠ সমাজ
চাই যে নিত্য দিন
চায়না মনে থাকতে এথা
চলছে যে দুর্দিন।
একটা সমাজ যদি হতো
খারাপ লোক শুন্য
হর্ জীবনে দেখতে সবে
কল্যাণ আর পুণ্য।
তাইতো এসো করি সবে
সমাজ বিনির্মাণ
বিবেক তব জাগলে হবে
জালেম কম্পমান।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১
তারিখঃ ১৫/০৭/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৫০ মিনিট।