মানুষের বেশ ধরে এ সমাজে
বহু শয়তান আছে
অনুসন্ধান না করে কভুও
যেও না ওদের কাছে ।
শিকারীকে দেখো, সময় সময়
পাখির কণ্ঠ ছাড়ে
যেন ওই পাখি-শিকারী পাখি কে
ধোঁকায় ফেলতে পারে ।
পাখিরা তখন স্বজাতির গলা
ভেবে কাছে ছুটে আসে
অবশেষে ওই শিকারীর ফাঁদে
ভীষণ বিপদে ফাঁসে ।