স্বপ্ন ছিল শশুর বাড়ি হবে ফেনী জেলা
ফেনী জেলার একটি মাইয়া ভালো লাগতো মেলা।
রূপ ছিল তার চাঁদের মতন কণ্ঠে ছিল মধু
বুকটা ভরা আশা ছিল করবো তারে বঁধু।
লাল টুকটুকে শাড়ির ঘোমটা আলতা রাঙা পায়ে
হাতের কাঁকন নাকের নোলক চড়বে পানশী নায়ে।
মাঝি হবো তাকে নিয়ে ঘুরবো সারাবেলা
স্বপ্ন ছিল শশুর বাড়ি হবে ফেনী জেলা।
আমি হতাম ঘরের কর্তা ফেনীর মাইয়া গিন্নি
আমার জন্য রান্না করতো কোর্মা, পোলাও, শিন্নি।
আম গো ঘরে ভরে যাইতো কত্তো বাচ্চা-কাচ্চা
বুড়া হইলে নাতিপুতি আশা ছিল সাচ্চা।
পিঁড়ায় বইসা দুজন মিলে খাইতাম মজার পান
স্মৃতির দুয়ার খুলে শুনতাম মোদের প্রেমের গান।
দেখতে দেখতে সন্ধ্যা নামতো সাঙ্গ রঙের খেলা
স্বপ্ন ছিল শশুর বাড়ি হবে ফেনী জেলা।
প্রত্যাশা মোর যা ছিল সব নিছক স্বপ্নই রলো
আজকে কবির কাব্য জুড়ে বিষাদ ভর্তি হলো।
হবে না আর তার সাথে প্রেম মধুর মিলনমেলা;
স্বপ্ন ছিল শশুর বাড়ি হবে ফেনী জেলা।।
তারিখঃ ১৫/১০/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:১২ মিনিট।