শস্যের ডালি ফুলে বনমালী
মধু করে আহরণ,
ফুলে ফলে সাজে নব কারুকাজে
মনে জাগে শিহরণ।

সারি বাঁধা গাছ বিলে রয় মাছ
পাখি গেয়ে যায় গান,
আসো যদি হায় আমাদের গাঁয়
ভরিয়া যাবে যে প্রাণ।

তনু মনে ভাবি সাজিয়াছি কবি
দেখিয়া তাহারই রূপ,
এঁকে চলিয়াছি ছবি উথিত রবি
সোনালী দুপুরে ধুপ।

গাছে গাছে আম পাইকদিয়া গ্রাম
হিমেল বাতাস বয়,
শান্ত প্রকৃতির রূপে মন নিবে লুফে
করিবে বিশ্ব জয়।

পাখির কুঞ্জন বাড়াবে গুঞ্জন
মৌমাছি শাঁখে শাঁখে,
অপরুপা বিলে শতরুপা ঝিলে
পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে।

চঞ্চলা নদীর বুকে নৌকায় মহা সুখে
মাঝি গেয়ে যায় গান,
শুনো যদি বাঁশির সুর মন হবে বিভোর
জুড়াবে আকুল প্রাণ।

সবুজে প্রান্তর জুরায় অন্তর
মায়া মমতায় যাহা ঘেরা,
খুঁজিয়া না মেলে সুখ লাগে দিলে
আমার গ্রামটাই সেরা।

ধুলা মাখা পথে স্বর্গ স্বরূপ রথে
এসো ভালোবাসিয়া,
সারা ভুবন ঘুরে আসিবে ফিরে
স্বপ্নের গ্রাম পাইকদিয়া।

তারিখঃ০৭/০৭/২০২২ইং