জ্ঞান বিকাশের পথে যারা ভাই
রোজ করে চলাফেরা
বাধা হয়ে পথে দাঁড়িয়ে রয়েছে
অহংকারের বেড়া।
অহংকারের বিছানো সে ফাঁদে
রাখিলো যেজন পদ
আলোর দিশারি কভুও এ পথে
থাকে না-কো নিরাপদ।
হাজার জানার পরেও যাদের
জ্ঞানের ঝোলাটা খালি,
তারাই লাগায় জীবনের পথে
দম্ভের ধুলাবালি।