বুক ভাঙিয়া যদি দিতে চাহে উঠিয়া তীব্রতর বেদনা
গোপন অশ্রু সঙ্গে নিয়া নিরবে সহিও সকল যন্ত্রণা।
কাহারে দেখাইবে তুমি তোমারই অশ্রুসিক্ত দু'নয়ন
কে আছে বুঝিবে বুক পিঞ্জরে জ্বলিলে অগ্নি- দহন।
কতজন আছে চোখের পরেতে তাহার চক্ষু রাখিয়া
আসিতে পারিবে হৃদয় জগতে সে একবার ঘুরিয়া।
ক'জন আছে ভালোবাসিয়া সুখ দিবে প্রতিটি ক্ষনে
বুঝিবে হয় তো প্রেমিক সে সাচ্চা প্রেম যাহার মনে।
কেহ যদি থাকো করো এই চোখের ভাষার অনুবাদ
দেখো পারো কিনা পারিলেই দিবো অজস্র ধন্যবাদ।
এই চোখের পানি বুকের দহনে তৈয়ারি করেছ কবি
আমার বেদনায় পাহাড় কেন বহন করে যাই সব-ই।
প্রেমের নেশায় না বলি প্রেমের ধোঁকায় পড়ি আজ
উলোটপালোট হইয়া গেল মোর এই জীবনের সাজ।
পাগলের মতো ভবঘুরে আমি জীবনটাই মরুদ্যান।
ফুল পাপড়ি শুকাইয়া আজি হইয়া গেছে সবই ম্লান।
শয়নে-স্বপনে ডাকিয়া কহিলো ভালো নাহি হে জানি
কলিজা পোড়ার কালো ধোঁয়া আমার নাকে আঘ্রাণী।
মৃত্যু আসেনি তবুও শতবার হয়েছে আমারই মরণ
সাজিয়াছি আজ করিবো বলে আমা শেষ'কে বরণ।
তারিখঃ ২২/০৮/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:৩৬ মিনিট।