ঝেড়ে ফেলে দাও অতীতের সব দুঃখ-বেদনা গুলো
যেমনি ঝেড়েছ গায়ে লাগা কি'বা পোশাকের ওই ধুলো ।
ধুয়ে ফেলা সব পোশাক যেমনি ঝকঝকে রং তার
অতীত যাতনা ভুলতে পারলে জীবন চমৎকার ।