ভাবনার শহর জুড়ে মোর ছিল মরীচিকা,
ভালোবাসার মশাল নিয়ে তুমি দিলে দেখা।
তুমি হৃদয়ের অনুভূতি চোখের পাতায় চাঁদ,
তোমার ছোঁয়াতে কেটে যায় মনে জমা বিস্বাদ।
হারিয়ে যেওনা, ফুল হয়ে থেকো চিরদিন,
মালি হয়ে সযতনে রাখবো চির অধীন।
তুমি রেখো তোমার হৃদয়ে ধরে মোর পরিচয়,
বুঝবো সাধিত হয়েছে আমার পেয়েছি চির বিজয়!
তারিখঃ ১৩/০৮/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৩৫ মিনিট।