দৃঢ়তার রঙ এখনো আকাশ জুড়ে
শব্দেরা সব ভঙ্গুর জ্বলে পুড়ে
তবুও পদ্যে বাক্যেরা উদ্ভাস
কবিতা আমার তীব্র অসুখ, তীব্র নাভিশ্বাস।
লেখনী যায় কলমের কালিতে ঝড়ে
ভাস্বর হয় শুভ্র কাগজের পরে
লেখা হয় নোনতা বারিকুঞ্জে
হৃদয়ে দুঃখ আমার প্রাপ্ত, সব ব্যাথাপুঞ্জে।
কবিতাদের মাঝে আমার বসবাস
স্বপ্ন-আশা করে ছন্দতে প্রকাশ
মধুময় পূর্ণিমা নভের কোলে
সুখের আবেশে হৃদয়, যখন কাব্য দোলে।
তারিখঃ ০৩/০৪/২০২২ইং