পাপ সাগরে ডুবে মরছি,
ভরসা রহমান
তোমার দয়া, ক্ষমা দিয়ে
দাও হে পরিত্রাণ ।
জীবন আমার পাপে ভরা
আত্মা আমার তাই তো মরা
ফুল কাননে থেকেও হায়রে
পাইনা ফুলের ঘ্রাণ ।।

অলীক স্বপ্নের মোহে ডুবে
রইছি আজীবন
এই তো জীবন পড়ে আছে
চিন্তা সারাক্ষণ ।
সময় আমার যাচ্ছে চলে
হালত আমার দিচ্ছে বলে
হাসছি দেখে চারিদিকে
আশার উপাদান ।।

খেলা ঘরে খেলার মোহে
সুরার নেশায় বুদ
দিনে দিনে বাড়ছে তোমার
পাপের চড়া সুদ ।
এখন যদি মরন আসে
পড়বি জাহান্নামের গ্রাসে
তাওবা ছাড়া ভিন্ন পথ নাই,
ওষ্ঠাগতপ্রাণ ।।

তারিখ: ২৩/১০/২০২৪ইং
বিকাল: ০৪:০৭ মিনিট ।
বাঘাদিয়া জামে মসজিদ ।