প্রিয় কবি,
তোমার বিষাদ পূর্ণ কবিতা পড়ে
আমিও আজকাল অনুভব করছি
বিষাদের আনাগোনা।
কেউ আসে না কিন্তু
তোমার কবিতাগুলো আমাকেও ছুঁয়ে দেয়,
ঠিক তুমি ছুঁয়ে দেওয়ার মতোই।
আমি হাসতে ভুলে গেছি,
যেদিন থেকে তোমাকে ভুলে থাকার রোগ বাসা বেধেছে হৃদয়ে।
তোমাকে মনে করে চিরকুট লেখা ছিল আমার নিত্যকার রুটিন।
আজ বসন্তে ফুলেরা হাসে, পাখিরা হাসে কিন্তু আমি হাসতে পারি না।
কোন এক যন্ত্রণায় তড়পাতে থাকি সারাক্ষণ।