তুমি চলে গেছো বহুদূরে প্রিয়
ফিরবে না কভু জানি
তবু কেন মায়া স্মৃতি বাহুডোরে
বারেবারে নাও টানি?
ছায়া হয়ে আসো স্বপ্নে আমার
নীরব নিঝুম রাতে
হাত ধরে প্রিয় ডাকো যে আমায়
যেতে তোমারই সাথে।
আজো পূর্ণিমা দেখি নীলিমায়
তৃষিত নয়ন ভরে
কেবল হাজারো তারকার ভীড়ে
তোমাকেই মনে পড়ে।
নদীর দু'ধার সাদা কাশফুলে
ছড়িয়ে দিয়েছে রূপ
তার মাঝে আজ তোমাকে না পেয়ে
অবশেষে আমি চুপ।
টলমলে দুই চোখের অশ্রু
কবেই হয়েছে শেষ
প্রাণহীন দেহ তোমাকে ছাড়াই
ভালোই রয়েছে বেশ।
এ জীবন জুড়ে শুধু হাহাকার
তোমাকে হারিয়ে আজি
তুমি নেই তাই এ বদনখানি
শুভ্র পোশাকে সাজি।
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ১৮/০৯/২০২২ইং
রাতঃ ১০:৪৬ মিনিট।