মুখের কথা শেষ হয়ে গেলে যেন তোমার চোখ কথা বলে
পরমসুখে চোখ হেসে ওঠে দুঃখে যেন চোখ ভেজে নোনাজলে ।