পাখির গানে ফুলের ঘ্রাণে নিত্য চিঠি আসে
চোখ মেলিলে দেখছি হাজার পিয়ন আশেপাশে ।
চিঠি আমার আসে ওগো নীল আকাশের খামে
চিঠি পাঠায় প্রিয় আমার অশ্রু ফুলের দামে ।
মহব্বতের চশমা দিয়ে সেই চিঠি রোজ পড়ি
প্রতি লাইনে দহন বাড়ায় ছটফটিয়ে মরি ।
একি আজব চিঠি পাঠাও পর্দার আড়াল হতে
তোমার প্রেমে মরার দণ্ড পাই হৃদ আদালতে।
তবু ভালো জ্বলেপুড়ে তোমার চিঠি পাই যে
ইহার চেয়ে ত্রিভুবনে সুখের পরশ নাই যে ।
ওগো প্রিয় যদি তোমায় একটু কাছে পেতাম
কসম প্রিয় এই জীবনটা তোমায় দিয়ে দিতাম ।
চাহি তোমার পক্ষ থেকে প্রেমের জিয়নকাঠি
দিও আমায় পলে পলে আসমানী ওই চিঠি ।