ছোট ভাইয়ের পরীক্ষা আজ
চাইছি সবার দোয়া
ওর-ই জন্য হৃদয় ভরা
প্রীতি, স্নেহের ছোঁয়া।
দশ বছরের পরিশ্রমে
পৌঁছালো এই দিনে
যেন ও আজ আনতে পারে
সফলতা কিনে।
জীবন জুড়ে সাফল্য পাক
হোক ও অনেক দামী
প্রভুর নিকট এই কামনা
নিত্য করছি আমি।
নাই বা হলো অর্থ-কড়ি
আশা, মানুষ হবে
ভালো কাজের কীর্তি নিয়ে
ধরায় বেঁচে রবে।
পরীক্ষার্থী সারা দেশের
আছে আরো যতো
সফলতার আশা করবো
আপনজনের মতো।
প্রভুর নিকট দোয়া করি
আসুন সবাই মোরা
যেন ভালো পরিক্ষা সব
দিতে পারে ওরা।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১৫/০৯/২০২২ইং
সকালঃ ১০:২৫ মিনিট।
বিঃদ্রঃ সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য উৎসর্গিত কবিতাটি।