আকাশের বুকে এ-যেন আমার প্রিয়ার গলার হার;
হাজার কবির নিপুণ হাতের কাব্যিক উপহার ।
আকাশী উঠোনে হতে পারে চাঁদ তারকার খুনসুটি
কিংবা হয়তো প্রেমময় এক লাইলি-মজনু জুটি ।
হতে পারে ওরা বহুযুগ পরে মিলিত হয়েছে আজ
হতে পারে কোন শিল্পীর হাতের উজ্জ্বল কারুকাজ ।
হতে পারে কোন বিজ্ঞানীরও অভিনব গবেষণা
হতে পারে কোন ভাবুক প্রাণের সতেজ অশ্রুকণা ।
সব হতে পারে না-ও হতে পারে এ-প্রাণের কল্পনা
কিছু তো আছেই রহস্য এর, নিছক তো গল্প না ।
ছুটে গেল তবে ‘কোরআন’ দ্বারে, আমার অবুঝ মন
উত্তরে এলো- ‘কোরআন’ হতে, “রবের নিদর্শন” !
তারিখঃ ২৪/০৩/২০২৩ইং
সন্ধ্যাঃ ০৬:৫২ মিনিট।