সাতচল্লিশ বছর পরে-ও
তোমাকে পড়েছে মনে
বিরহে বাঙালির হৃদয়
কেঁদে ওঠে ক্ষনে ক্ষনে।
এখানে ওখানে খুঁজি
নেই যে তুমি কোনখানে
ভালোবাসার স্মৃতি হয়ে
রয়েছো আমাদের প্রাণে।
তুমি ছিলে মহাপুরুষ
বিজয়ী মহান বাঙালী
জ্বালিয়েছো মনে প্রাণে
স্বাধীনতার দীপ্ত বিজলী।
সত্য-সঠিক পথে ছিলে
অনড় খুব আরো বলিয়ান
মিথ্যায় আপস করোনি যে
সদা ছিলে আগুয়ান।
এনেছিলে স্বাধীনতা
তুমি সাম্যের দীপ্ত রবি
মানবতা ন্যায়-নিতিরই
তুমি জ্বলন্ত এক ছবি।
মানুষে মানুষে যেন
থাকে সর্ব সময় মিলে
ঐক্যের গানে তুমি সেটাই
বজ্র কন্ঠে বলেছিলে।
তোমার শোনিতে হাসে ঐ
বাংলাদেশ বিজয়ের হাসি
শোষক ছেড়েছে এ দেশটা
পেয়ে ভীষণ ভয় ও ভীতি।
স্বজাতির তরে আছে যে
তোমার অগণিত কৃতি
দেশের প্রতি ছিল তোমার
আকাশ ভরা মায়া-প্রীতি।
রাজাকার ও পাকসেনারা
হয়ে গেলো সবকটা দূর
ধরে সেদিন সাতই মার্চে
মুক্ত কন্ঠে চেতনার সুর।
তুমি নেই আজ তবু আছো
এই বাঙালীর সকল বুকে
স্মরণে বরণ করি আজ
বিরহ-বেদনার শোকে।
কেঁদে কেঁদে বলি মোরা
মহান আল্লাহ্ পাকের কাছে
তোমার যেন আবাস হয় ঐ
সুখময় জান্নাতের মাঝে।
তারিখঃ ১৫/০৮/২০১৬ইং
বিঃদ্রঃ- আজ থেকে ৬ বছর পূর্বের লেখা কবিতা। এখন শুধু কিঞ্চিৎ সংশোধন করে নিলাম।