আর কয়েক প্রহর পশ্চিমে হেলে পড়লেই
তোমাকে মন দিয়ে ছোঁব প্রিয় রমজান
আমার শোণিতে ঝঙ্কার ওঠে বারংবার
নাচছে গাইছে বেহেশতী হুর-গেলমান ।
পৃথিবীর পরে যেন বসন্ত নেমে এলো আজই
মিলিয়ে গেল কোথায় ? পাপের ঝঞ্ঝা
পঙ্কিলতা মুছে দাও জীবনের, হে আল্লাহ
পরিয়ে দাও তাকওয়ার সজ্জা আমায় ।
মরদূদ শয়তান বন্দী হলো, খোদার জিঞ্জিরে
ধোঁকা খাওয়া মুমিন মুক্তি পেল খানিক
রক্তের ধারায় প্রবাহিত হবে না আজ আর
শয়তানের কুমন্ত্রণার রসদ, ওসওয়াসা ।
আজ থেকে শয়তানের বন্দিত্বকে না বলি
সুযোগ হয়েছে রব-এর বন্ধুত্বকে ধারণ করি
হয়তো বন্ধু হবে নয়তো দুশমন, এছাড়া
ভিন্ন কোন রাস্তা খোলা নেই আমাদের ।
বন্ধু হলে স্থান হবে প্রিয়র মেহমানখানায়
দুশমন বনে গেলে পড়বে তাঁরই জেলখানায় ।
মাটির তরে জীবনটাকে মাটি না করে
চলো, জীবনটা জীবনদাতার তরে উৎসর্গ করি ।
জীবন তো কারো বন্দিত্বেরও হয়
আমারটা হোক বন্ধুত্বের, এটাই উত্তম, মধুময় ।
তারিখঃ ২৩/০৩/২০২৩ইং
রাতঃ ১২:০৪ মিনিট,
আলিপুর, ফরিদপুর ।