মিথ্যা বলতে স্বাধীন তুমি
সত্যি বললে গুলি
অন্যায় দেখে চুপ থাকিলে
রাখবে মাথায় তুলি ।
তোষামোদের লাইন যদি
তোমার থাকে পাকা
পাবে তুমি জামাই-আদর
ঘুরবে ভাগ্যের চাকা ।
নির্যাতিত হতে কাউকে
দেখলে কখনোবা
তোতা সাজতে যেওনা গো
থেকো একটু বোবা ।