হৃদয়হীনা, ‘তোমার কী হয়েছে’?
আমরা তো তাদের প্রতি বিশ্বাস রাখি,
বলো, এই যন্ত্রণার ঔষুধ কী হতে পারে
যারা বিশ্বাস কাকে বলে জানে না।
আমরা আগ্রহী এবং তারা বিরক্ত,
মনের শহরে আপনি উপস্থিত নন,
যদি দেখতে পারতেন, আপনি তো
দেখতেন তাদের অন্তর ‘বিষকুম্ভ’।
সত্যি বলছি, আমি তখন আমার
জিভটা, আমার মুখে চেপে ধরলাম।
এই পরী মুখের মানুষগুলো কেমন?
সৌন্দর্যের একপাশে কালো হৃদয়।
আমি বিশ্বাস করতাম যে, আমার
খালি হাতে দোষের লেশমাত্র নেই।
তবুও অবিশ্বাসের জড়ানো চোখে
তুষের আগুনের মতোই জ্বালালো
কাঠের মুর্তির শুধু ছাই টুকু বাকি।
কে আর আছে আসবে?
এখানে কেউ দেখতে আসবে না।
আমার দরজা হাওয়ায় কেঁপে উঠবে
হৃদস্পন্দন নেই, এখানে বেঁচে থাকা
নতুনত্বে কোন স্বাধ নেই। হৃদয়হীনা!
তারিখঃ ০৫/০১/২০২৩ইং
সকালঃ ১১:২২ মিনিট