আমি মন পড়তে পারি না বলে
বারবার ভুল মানুষ চয়ন করি,
বিনিময়ে অবহেলার দহন আর
দীর্ঘ একাকিত্বের উপহার পাই।
আমার দীর্ঘশ্বাস জুড়ে না পাওয়ার অস্থিরতা
তারচেয়েও বেশি বিষাদে বর্ণিল
মানুষটাকে বুঝতে না পারার কষ্ট ।
আফসোসের রেখা জুড়ে ‘তুমিময় অতীত’।
জীবনে সঠিক মানুষের গুরুত্ব সে-ই বোঝে
যে ভুল মানুষের পাল্লায় পড়ে ।
একবার ধোঁকা খেয়েও, আবার বিশ্বাস করে
আবার আস্থার পাহাড় গড়ে।
বারবার বিশ্বাস করা মানুষ গুলো সরে যায়
থমকে যায় নিজের প্রতি আস্থারটাও
বিশ্বাসের গায়ে ফাটল ধরে
ভেঙে পড়ে জীবনের উপর ।
তখন আমি বিশ্বাসকেও আর বিশ্বাস করতে পারি না।
যখন বিশ্বাসই হয় ‘তাসেরঘর’
যার জন্য আমার রাতকে দিন করেছিলাম;
সে আমার তো জীবনটাকেই রাত করে দিল।
তারিখঃ ১৪/০৪/২০২৩ইং
তারঃ ০১:২৫ মিনিট।