তুমি জানো না আমার মনে
কত জমেছে ব্যথা
বুকের মাঝে ঘা করে দিলো
প্রিয়, না বলা কথা ।
বলি নিত্য তুমি শোনো না,
তুমি রয়েছো দূরে
কাগজ জানে ফোঁটাই ফুল
কথার অঙ্কুরে ।
ওরা তো ফোঁটে ব্যথার চোটে
কবিতা নাম ধরে
পাঠক যারা তারা আসলে
ব্যথাই পাঠ করে ।
সুখের কথা লিখতে গেলে
একটু লিখে শেষ
বিষাদ আমি লিখতে দেখি,
বিশাল সমাবেশ ।
তারিখঃ ১৩/০১/২০২৩ইং
রাতঃ ০৯:৪৪ মিনিট।