আমি কাঁদি না আর এখন
লজ্জা করে তাই
খোলা আকাশ ভাঁজ করে রোজ
অশ্রু মুছে যাই ।
ভেজা আকাশ না শুকাতেই
আবার ঝরে জল
পৃথিবীকে ডাইরি ভেবে
লিখছি অনর্গল ।
সুখের রাস্তায় বাড়ায় যদি,
কলম একটি পা
ধিক্কার দিয়ে বলছে— কবি,
‘বিষাদ লিখেই যা’ !
১লা মার্চ, ২০২৩
রাত: ০৮:১২ মিনিট।