একুশ বছর শেষ, চলছে জীবনের সফর
ক্লান্ত শরীর এলিয়ে পড়েছে পৃথিবীর গায় ।
আরও কতদূর যেতে হবে কে জানে হদিস
শুধু জানি ফেলে আসা পথের খবর ।
এলোমেলো পথের ধারে জমেছিল প্রেম
দেখতে ফুলের মতন । দেখছি মুগ্ধ নয়নে
কিন্তু আমায় আটকাতে পারেনি কেউই
আমাকে ডাকছে জীবনের ঐশ্বরিক তাগিদ
একুশ বছর গত জীবনের
আর কতটুকু বাকি এ-ই ঢের ।