না পেরেছি কথা বলতে
না পেরেছি চলতে ফিরতে
আমরা নাকি স্বাধীন, বিজয়ের উল্লাসে হাসছ
তুমি মুখের তালা খুলে দাও,
পায়ের শিকল ছিড়ে দাও
যদি পারো, তবেই বলো
আমরা স্বাধীন, শুভেচ্ছা দাও বিজয়ের ।
তিপ্পান্ন বৎসর বিজয় উৎযাপন করলে
সত্যি করে বলো তো,
আজও কি বিজয়ের স্বাদ পেয়েছ?