রমাদান এসেছিল চলে যায় ফের....
ক্ষমা কি হয়েছে বলো, কৃত গুনাহের।
ভাবনায় পেরেশান রোজাদার মনে
ব্যাকুল হৃদয় তার বিদায়ের ক্ষণে।
রমাদান চলে যাবে এবারের মত
মোনাজাতে ক্ষমা চাও কাঁদো অবিরত।
আগামীর রমজান না-ও পেতে পারি
বেলা ফুরাবার আগে ধরি দ্বীনদারি।