হারানোর ব্যথা ভুলে যাও
নতুন কোন প্রাপ্তির সংবাদ কিংবা
নতুন কিছু পাওয়ার অপেক্ষায়
নিজেকে বাঁচিয়ে রাখ।
যা হারিয়েছ তা তোমার জন্য ছিল না।
হয়তো ছিল ক্ষণিকের অতিথি
যে শুধু জীবনের নীল গানে সুর দিয়ে যায়।
আর যা তোমার জন্য,
সেটা অবশ্যই তুমি পাবে।