রমজান চলে যাবে এবারের মত
মোনাজাতে ক্ষমা চাও কাঁদো অবিরত ।
আগামীর রমজান না-ও পেতে পারি
বেলা ফুরাবার আগে ধরি দ্বীনদারি ।
রমজান দিয়ে গেল বছরের পড়া
এবারের কাজ হলো জীবনটা গড়া ।
আল্লাহর ভয় আর ভালোবাসা নিয়ে
নবিজীর সুশোভিত হেদায়েত দিয়ে ।
জীবনের বাঁকে বাঁকে সততার পুঁজি
মানুষ হওয়ার পথ এসো সবে খুঁজি ।
মানুষের মতো রঙ তবে সে বেহুশ
আলোহীন থেকে কেউ হয় না মানুষ ।
মানুষ সে-জন হয় যে স্রষ্টাতে নত
মানবিক গুণ যার আদমের মত ।
তারিখঃ ১৪/০৪/২০২৩ইং