বাঁশি কহে শোন, আমার বেদনা
হয়েছি প্রেমের রোগী
বুঝিবে তোমরা যদি কেহ থাকো
এমন ভুক্তভোগী ।
আমার কান্না দেখে না কেহ-ই
বোঝে না গোপন ভেদ
আমা হতে এই বেদনার সুর
বড়ো-ই অবিচ্ছেদ ।
বাঁশির যাতনা বোঝানো যায় না
ভাষায় ব্যক্ত করে
সুর যাতনায় তড়পায় সুখে
প্রেমিক জীবন ভরে ।
বাঁশির এ সুর আগুনের ঝড়
মৃদু সমীরণ নয়
এ আগুন ভিন আত্মা তাদের
নিত্য মরণ হয় ।
মরছো যারাই কাছে এসো আজ
শোনাবো সুরের গান
করে নাও তুমি জলদি জলদি
টাটকা সরাব পান ।
বেহুশ না হয়ে আসল তত্ত্ব
পায়নি কেউ তো ভবে
বাঁশির কান্না তোমার প্রাণেও
দেখো, ঝংকৃত হবে !
তারিখঃ ১৪/০১/২০২৩ইং
রাতঃ ১১:৪০ মিনিট।