একলা থাকিলে প্রিয় হে তোমায় খুব বেশি মনে পড়ে
হৃদয়টা হয় আগ্নেয়গিরি শুধুই তোমার তরে।
চক্ষু যুগল ঝর্ণার মতো ঝরঝর থাকে যেন
এতো সুন্দর ছিলে কি প্রেয়সী ভোলে না চিত্তে কেন!
দেখিনি নয়নে পরাণ ভরিয়া তোমার সচ্ছ কায়া
দেখেছি খানিক হৃদ দর্পণে তাই এতো বেশি মায়া!
আলোয় আঁধারে দিবসে নিশীথে জাগ্রত কিংবা ঘুমে
নিরালায় আসি স্বপনে তোমার অধর যুগল চুমে।
তাহাতে কি হায় পিপাসা মিটিবে কমিবে মনের পীড়া
তোমারে হারিয়ে ব্যথিত দেহের প্রতি শিরা উপশিরা।
আজো ফুল ফোঁটে পাখি গান গায় বসন্ত আসা ক্ষণে
শুভ্র মেঘের ভেলা হয়ে উড়ে তোমার পানে এ মনে।
পাবো না তোমাকে কোনদিন প্রিয় থাকতে চাইছি ভুলে
শুধুই তোমার অদেখা ছবিটা রাখিবো হৃদয়ে তুলে।
তোমার জন্য সাজানো বাগানে ঝলসানো সব ফুল
ফুলেরা নিরবে কেঁদে কেঁদে বলে যা করেছি সব ভুল।
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ২১/১০/২০২২ইং
সকালঃ ১১:২৫ মিনিট
নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়
মুকসুদপুর, গোপালগঞ্জ।