শুদ্ধতার ছোঁয়া যার লেগেছে মননে
মেশকের ঘ্রাণ ছোটে হৃদয় উঠোনে ।
শুদ্ধতার উপমা যে আতরের মতো
প্রেম জাগে অনুভবে তুমি বোঝো না-তো
নবীজির প্রেমে পুরো পৃথিবী কাতর
জানি আমি তাঁকে প্রিয় মেশক আতর ।
এই আতর স্বযত্নে যে মাখালো গায়
পরপারে ঠাঁই হবে গুল বাগিচায় ।